প্রিন্সিপালের বানী

প্রধান শিক্ষকের কিছু কথা সম্মানিত অভিভাবক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ী, আস্সালামু আলাইকুম, ড্যাফোডিল স্কুল এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বর্তমান ডিজিটাল বিশ্বে অত্যাধুনিক সৃজনশীল শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষা জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারে না। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। শিক্ষা জৈবিক মানব শিশুকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে। শিক্ষা জাতি-ধর্ম-নির্বিশেষে সকলের জন্য একটি মৌলিক অধিকার ও চাহিদা। প্রকৃত মৌলিক অধিকার গুলিকে গতিশীল ও সুসমন্বিত করতে শিক্ষাই অগ্রনীয় ভূমিকা পালন করছে। বর্তমান বিশ্বে টিকে থাকার জন্য যুগোপযোগী তথ্য প্রযুক্তি নির্ভর মানসম্মত অত্যাধুনিক শিক্ষা প্রয়োজন । শিক্ষার ধারাবাহিকতার সাথে তাল মিলিয়ে আমাদের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ড্যাফোডিল স্কুল আপনার সন্তানকে সেই লক্ষে পৌছাতে সার্বিক সহযোগিতা প্রদান করতে সহায়তা করবে। উক্ত প্রতিষ্ঠানটি শুরু থেকে এর সাফল্যের ধারাবাহিকতা রক্ষা করতে সক্ষম হয়েছে। শিক্ষকদের আন্তরিকতা, আপনার সহযোগিতা, নির্মল পরিবেশ, সুন্দর অবকাঠামো, অত্যাধুনিক শিক্ষা উপকরণ ব্যবহার যা আপনার সন্তানকে শিক্ষা ক্ষেত্রে আরো এগিয়ে নিতে সহায়তা করবে বলে আমার বিশ্বাস বর্তমান বিশ্বে আপনার সন্তান বাস্তবমুখী শিক্ষার মাধ্যমে নিজকে দেশ ও জাতির সেবা করার মত উপযুক্ত হয়ে গড়ে উঠতে পারবে বলে আমরা প্রত্যাশা করি। আদর্শ, নৈতিক, সুনাগরিক হিসেবে গড়ে তুলতে আপনার সন্তানকে সেই মানসম্মত প্রতিষ্ঠানের সাথে জড়িত হওয়ার বিনীত অনুরোধ রাখছি। সেই লক্ষে আপনি/আপনারা যদি আমাদের ড্যাফোডিল স্কুল এ আপনার সন্তনকে ভর্তি করেন তাহলে আমরা আমাদের যোগ্যতা, দক্ষতা ও আন্তরিকতা নিয়ে সেই সেবা প্রদান করে শিক্ষার্থীদের শিক্ষা জীবন সঠিক লক্ষে পৌছে দিতে সার্বিক সহযোগিতা করে যাব । ইতি মধ্যে অত্র প্রতিষ্ঠানটি পি.এস.সি, জে.এস.সি, সরকারি, জাতীয় বৃত্তি ও বিভিন্ন বৃত্তি পরীক্ষায় এর সাফল্যের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে যা অত্র এলাকার গর্ব । আমরা তৃণমূল এলাকা হতে শহরমুখী ও উন্নত মানসম্মত শিক্ষার সাথে প্রতিযোগিতা করে আপনার সন্তানকে আরো অগ্রসর করতে সহায়তা করে যাব বলে আশ্বস্থ করতে চাই । আপনার সন্তানের প্রতি শিক্ষক হিসেবে আমাদের প্রতিশ্রুতি, আন্তরিকতা ও মমত্ববোধ সহ সার্বিক দায়িত্ব পালনে অঙ্গিকারাবদ্ধ থাকব। এতে আপনার আন্তরিক সহযোগিতা আমাদের প্রতিষ্ঠানের একান্ত কাম্য । বিনীত মোহাম্মদ সিরাজুল ইসলাম বি.এ(ডিপ্লোমা ইন কম্পিউটার সাইন্স) প্রধান শিক্ষক ড্যাফোডিল স্কুল